সহজ দোয়া কুনুত বাংলা উচ্চারন সহ

দোয়া কুনুত বাংলা উচ্চারন সহ

কুনূত অর্থ বিনম্র আনুগত্য। কুনূত দুই প্রকার। ১। কুনূতে রাতেবাহ ও ২। কুনূতে নাযেলাহ । বিতর সালাতের এই কুনুত কে বলা হয় কুনুতে রাতেবাহ। দোয়া কুনুত বিতর নামাজে পড়তে হয় আর বিতর নামাজ হলো সুন্নাতে মুওয়াক্কাদাহ। যা এশার ফরয নামাজের পর হ’তে ফজর পর্যন্ত সুন্নাত ও নফল নামাজ সমূহের শেষে আদায় করতে হয়।

বিতর ছালাত খুবই ফযীলতপূর্ণ। রাসূলুল্লাহ (ছাঃ) বাড়ীতে বা সফরে কোন অবস্থায় বিতর ও ফজরের দু’রাক‘আত সুন্নাত পরিত্যাগ করতেন না। (যা-দুল মাআ-দ)

অনেক আলেমের মতে বিতর সালাতে দোয়া কুনুত পড়া ওয়াজিব সুতরাং বিতর সালাত আদায় করার জন্য অবশ্যই দোয়া কুনুত মুখস্ত করে নিতে হবে।

এই পোস্টে আপনি দুইটি দোয়া কুনুত বাংলা উচ্চারন, বাংলা অর্থ ও আরবি সহ বিস্তারিত পবেন । এছাড়া দোয়া কুনুতের পিকচার ও পিডিএফও ডাউনলোড করতে পারবেন তাতে করে অফলাইনেও পড়তে পারেন ।

নিচের দুইটি দোয়া কুনুতের যে কোন একটি মুখস্ত করলেই হবে, যেটি আপনার জন্য সহজ বা সুবিধা হয় সেটি মুখস্ত করে নিবেন। অথবা দোয়া কুনুতের অর্থ দেখে যেটি বেশি সুন্দর দোয়া মনে হয় সেটি মুখস্ত করে নিবে।

দোয়া কুনুত ১ - বাংলা উচ্চারন ও বাংলা অর্থ সহঃ

নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন আলী (রাযিঃ)-কে বিতরের কিরা'আত শেষ করে এ দু'আটি বলতে শিখিয়েছিলেনঃ

اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ، وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ، وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ، وَقِنِي شَرَّمَا قْضَيْتَ، (فَ)إنَّكَ تَقْضِيْ وَلاَ يُقْضٰى عَلَيْكَ (وَ)إِنَّهُ لا يَذِلُّ مَنْ وَالَيْتَ، (وَلاَ يَعِزُّ مَنْ عَادَيْتَ) تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ (لاَ مَنْجَا مِنْكَ إلاَّ إلَيْكَ)

দোয়া কুনুত ১ এর বাংলা উচ্চারনঃ 

আল্লা-হুম্মাহদিনী ফকীমান হাদাইতা ওয়া আ-ফিনী ফকীমান ‘আ-ফাইতা ওয়া তাওয়ালালানী ফীমান তাওয়াল্লাইত ওয়া বা-রিকলী ফী-মা আতাইতা ওয়া ক্বিনী শাররা মা-কাযাইতা, ফাইন্নাকা তাকযী ওয়ালা- ইউকযা- 'আলাইকা ইন্নাহু লা-ইয়াযিল্লু মাউওয়া-লাইতা ওয়ালা- ইয়া ইযযু মান আ-দাইত তাবা-রাকতা রাব্বানা- ওয়া তা'আ-লাইত, লা-মানজা মিনকা ইল্লা ইলাইকা।

দোয়া কুনুত ১ এর বাংলা অর্থঃ 

হে আল্লাহ! আমাকে সঠিক পথ দেখিয়ে তাদের অন্তৰ্গত করো যাদের তুমি হেদায়াত করেছ, আমাকে নিরাপদে রেখে তাদের মধ্যে শামিল করো যাদের তুমি নিরাপদে রেখেছি। তুমি আমার অভিভাবকত্ব গ্রহণ করে তাদের মধ্যে শামিল কর যাদের তুমি অভিভাবক হয়েছ। তুমি আমাকে যা দান করেছ তার মধ্যে বরকত দাও। তুমি আমাকে সেই অনিষ্ট থেকে রক্ষা কর যা তুমি নির্ধারণ করেছ, কারণ তুমি ফয়সালাকারী এবং তোমার উপর কারো ফয়সালা কার্যকর হয় না। তুমি যার সাথে মিত্ৰতা পোষণ কর তাকে কেউ লাঞ্ছিত করতে পারে না। [আর যার সাথে শক্ৰতা পোষণ করা সে কখনো সম্মানী হতে পারে না।] হে আমাদের রব! তুমি খুবই বরকতময়, সুউচ্চ ও সুমহান। তোমার থেকে পরিত্রাণের স্থল কেবল তোমার নিকটেই রয়েছে।

দোয়া কুনুত ২- বাংলা উচ্চারন ও বাংলা অর্থ সহঃ

اَللَّمُمَّ اِنَّ نَسْتَعِيْنُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِىْ عَلَيْكَ الْخَيْرَ وَنَشْكُرُكَ وَلاَ نَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَّفْجُرُكَ-اَللَّهُمَّ اِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّىْ وَنَسْجُدُ وَاِلَيْكَ نَسْعَى وَنَحْفِدُ وَنَرْجُوْ رَحْمَتَكَ وَنَخْشَى عَذَابَكَ اِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ

দোয়া কুনুত ২ এর বাংলা-উচ্চারনঃ 

আল্লাহুম্মা ইন্না নাস্‌তায়ীনুকা, ওয়া নাস্‌তাগ্‌ফিরুকা, ওয়া নু’মিন বিকা, ওয়া নাতাওয়াক্কালু ‘আলাইকা, ওয়া নুছনী আলাইকাল খাইর। ওয়া নাশ কুরুকা, ওয়ালা নাকফুরুকা, ওয়া নাখলাউ, ওয়া নাতরুকু মাঁই ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না’বুদু ওয়া লাকানুসল্লী, ওয়া নাসজুদু, ওয়া ইলাইকা নাস’আ, ওয়া নাহফিদু, ওয়া নারজু রাহমাতাকা, ওয়া নাখশা আযাবাকা, ইন্না আযাবাকা বিল কুফ্‌ফারি মুলহিক।

দোয়া কুনুত ২ এর বাংলা-অর্থঃ 

হে আল্লাহ! আমরা তোমারই সাহায্য চাই। তোমারই নিকট ক্ষমা চাই, তোমারই প্রতি ঈমান রাখি, তোমারই ওপর ভরসা করি এবং সকল মঙ্গল তোমারই দিকে ন্যস্ত করি। আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি, অকৃতজ্ঞ হই না। হে আল্লাহ! আমরা তোমারই দাসত্ব করি, তোমারই জন্য নামায পড়ি এবং তোমাকেই সিজদাহ করি। আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি। আমরা তোমারই রহমত আশা করি এবং তোমার আযাবকে ভয় করি। আর তোমার আযাবতো কাফেরদের জন্যই র্নিধারিত।

দোয়া কুনুত এর পরিবর্তে সুরা ইখলাস পড়া যাবে কি?

বিতর সালাতে দোয়া কুনুতের পরিবর্তে তিনবার সূরা ইখলাস পড়া গ্রহণযোগ্য নয়। যেহেতু সূরা ইখলাস কুনুত বা দোয়া সম্বলিত সূরা নয়।

সহজ দোয়া কুনুত বাংলা উচ্চারন সহ

দোয়া কুনুতের পিকচার (বাংলা উচ্চারণ)

HD File ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন

{getButton} $text={Download কুনুত ১} $icon={download} $color={#ff9f1a}    {getButton} $text={Download কুনুত ২} $icon={download} $color={#ff9f1a}

এই পোস্টি পিডিএফ আকারে ডাউনলোড করুন এখান থেকে - direct download link নিচে

{getButton} $text={Download PDF} $icon={download} $color={#ff9f1a}

লিংকে ক্লিক করার পর ডাউনলোড শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করুন । ডাউনলোড করতে সমস্যা হলে আমাদের কমেন্ট করে জানান{alertInfo}