About Us

About Us - আমাদের সম্পর্কে



bismillah

সকল প্রশংসা আল্লাহর জন্য, আমরা তাঁরই প্রশংসা করি এবং তাঁর নিকট সাহায্য চাই। আল্লাহ যাকে সৎ পথ প্রদর্শন করেন, তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। আর যাকে তিনি পথভ্রষ্ট করেন, তাকে কেউ সৎ পথে পরিচালিত করতে পারে না। সাক্ষ্য প্রদান করছি যে, আল্লাহ ব্যতীত কোন হক্ক মাবুদ নেই। তিনি একক, তাঁর কোন শরীক নেই। আরো সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহ তাঁর উপর রহমত নাযিল করুন। রাসূল (ছাঃ) -এর পরিবার-পরিজন, সাহাবী ও অনুসারী এবং যারা সৎ কাজে তাঁদের অনুসরণ করবে তাঁদের উপর অনুগ্রহ করুন।

QuranicSikkah - কুরআনিক শিক্ষা 

মূলত বাংলা ভাষায় ইসলামী জ্ঞানের বিভিন্ন উপকরণে সাজানো একটি ব্লগ সাইট।

আমাদের লক্ষ্য কুরআন ও সহীহ সুন্নার আলোকে ইসলামের বিভিন্ন বিষয়ের সঠিক জ্ঞান 'বিস্তারিত ও রেফারেন্স' সহকারে সবার মাঝে ছড়িয়ে দিয়ে সর্বশক্তিমান আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জন ।

Quranic Sikkah প্রধানত যেসব বিষয় নিয়ে কাজ করে থাকে তন্মধ্যে উল্লেখযোগ্য:

  • গুরুত্বপূর্ণ ইসলামী বই-পুস্তক, পত্রিকা ও অন্যান্য উৎস থেকে প্রবন্ধ/নিবন্ধ, গল্প, কবিতা ইত্যাদি সংকলন ও বিষয়ভিত্তিকভাবে ব্লগে প্রকাশ করা।
  • ইন্টারনেটের আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ইসলামী জ্ঞানের গুরুত্বপূর্ণ উপকরণসমূহ সংগ্রহ করে সহজভাবে উপস্থাপন করা।
  • ইসলামী জ্ঞানের বিকাশে একাধিক পর্বে কোর্স আকারে ইসলামের প্রধান প্রধান বিষয় গুলো উপস্থাপন ।
  • গুরুত্বপূর্ণ ইসলামী বই-পুস্তকের ইবুক/পিডিএফ সংগ্রহ করে বিনামূল্যে ডাউনলোডের লিংক প্রদান। এতে করে প্রয়োজনীয় অসংখ্য বই-পুস্তক মোবাইল ডিভাইস কিংবা কম্পিউটারে সংরক্ষণ করে যেকোন সময় ব্যবহার করা সম্ভব হবে। এবং প্রিন্ট বই কেনার পূর্বেই বইটি সম্পর্কে ধারণা লাভ করা সহজ হবে। সেই সাথে প্রকাশনীর বইয়েরও অধিক প্রচার/প্রসার ঘটবে। তবে আমরা মনে করি আপনার সরাসরি বই কিনে পড়ুন। এতে লেখক ও প্রকাশনির উপকার করবেন এবং উৎসাহ যোগাবেন আরো লিখতে ।
  • আমরা সহীহ আকীদার বা বিশ্বস্থ আলেমদের ফতোয়া প্রকাশ করে থাকি। আমরা নিজেদের থেকে কোন ফতোয়া বা মাসয়ালা প্রকাশ করি না ।

এই ব্লগটি সম্পূর্ণ ব্যাক্তি উদ্যোগে পরিচালিত এবং কোন দল/সংগঠনের অন্তর্ভুক্ত নয় ।

এই ব্লগের যে কোন লেখা, দাওয়াতি কাজের উদ্দেশ্য মুল লেখা অবিকৃত রেখে যে কোনো মাধ্যমে প্রকাশ ও প্রচার করতে পারবেন ইনশাআল্লাহ

আল্লাহ আমাদের নেক কাজ গুলো কবুল করে নিন আমিন।