ঢাকার নারীদের নামাজের স্থান

ঢাকার নারীদের নামাজের ব্যাবস্থা যেসব স্থানে রয়েছে

ঢাকায় নারীদের নামাজের স্থানসমূহ

ইসলামে নারীদের মসজিদে গিয়ে নামাজ আদায়ের পূর্ণ অনুমতি ও অধিকার থাকা সত্ত্বেও বাংলাদেশের নারীরা এ অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। মুসলিম নারীরা যাতে সময় মত জামায়াতের সাথে যথাযথভাবে নামাজ আদায় করতে পারেন সে জন্য বাংলাদেশের সব মসজিদে নারীদের জন্য আলাদা নামাজের জায়গা, অজু করার জায়গা ও টয়লেটের ব্যবস্থা করা এখন সময়ের দাবি।

যদিও রাজধানীতে অনেক আগে থেকে বিভিন্ন মসজিদ, মার্কেট ও স্থাপনায় নারীদের নামাজের ব্যবস্থা রয়েছে। বিষয়টি অনেকেই জানেন না। এ কারণে অনেকেই সময়মতো নামাজ আদায় করতে পারেন না। ঢাকা শহরের যে সব মার্কেট, হাসপাতাল ও মসজিদে নারীদের জন্য আলাদা নামাজ আদায়ে জায়গার ব্যবস্থা রয়েছে সেগুলো হলো-


মসজিদ সমূহঃ

বায়তুল মোকাররম জাতীয় মসজিদ,

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ,

নায়েম ভবন মসজিদ (ঢাকা কলেজের পেছনে),

ঢাকা নিউমার্কেট মসজিদ,

সোবহানবাগ জামে মসজিদ (ধানমন্ডি ২৭),

বায়তুল আমান মসজিদ (ধানমন্ডি- ৮),

তাকওয়া মসজিদ (ধানমন্ডি ১২/এ লেক সংলগ্ন),

বায়তুল মামুর মসজিদের ২য় তলা (সায়েন্সল্যাব),

আল আমিন মসজিদ (স্যার সৈয়দ রোড, মোহাম্মদপুর),

রমনা থানা জামে মসজিদ,

আযাদ মসজিদ (গুলশান- ২),

ফেরদৌসি মসজিদ (মিরপুর-১),

উত্তরা ৪ নং, ৬ নং, ৭ নং সেক্টর মসজিদ ও

মহাখালী গাউছুল আজম জামে মসজিদ।


মার্কেট সমূহঃ

রাইফেলস স্কয়ার (জিগাতলা),

ইস্টার্ন মল্লিকা মার্কেটের ছাদে,

রাপা প্লাজার ৫ম তলায় জয়ীতার শো-রুম ও মার্কেটের ছাদ (ধানমন্ডি ২৭),

গাউছিয়া মার্কেটের নিচ তলায় (ধানমন্ডি হকারস মার্কেটের এর উল্টোদিকে),

চাঁদনি চকের ৩য় তলায় (নিউমার্কেটের উল্টোদিকে),

বসুন্ধরা শপিং কমপ্লেক্স,

পান্থপথ (৪র্থ তলায়),

জেনেটিক প্লাজা ১ম তলা (ধানমন্ডি ২৭),

টুইন টাওয়ার শপিং সেন্টার, শান্তিনগর (৪র্থ তলা),

মৌচাক মার্কেট (৪র্থ তলা),

ডিএনসিসি সুপার মার্কেট (গুলশান-১),

পিঙ্ক সিটি (বেইজমেন্ট),

নর্থ টাওয়ার (মার্কেট) ৮ম তলা,

উত্তরা হাউজ বিল্ডিং।


হাসপাতাল সমূহঃ

ইউনাইটেড হসপিটাল (৩য় তলা),

স্কয়ার হসপিটাল,

অ্যাপোলো হসপিটাল (৫ম তলা),

ল্যাব এইড ডায়াগনস্টিক হসপিটাল (১.৫ তলা),

ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার ধানমণ্ডি (বেইজমেন্ট)।

 

উল্লেখিত স্থানগুলোতে নারীদের জন্য রয়েছে নামাজের আলাদা ব্যবস্থা। এসব স্থানে প্রয়োজনে নারীরা নামাজ আদায় করতে পারেন। এর বাহিরে আরো কোথাও নামাজের ব্যাবস্থা থাকলে আমাদের পোস্টের নিচে কমেন্ট করে জানান আমরা লিস্টে আবডেট করে নিবো ইনশাআল্লাহ। [জাযাকাল্লাহু খাইরান]


এই পোস্টি পিডিএফ আকারে ডাউনলোড করুন এখান থেকে - direct download link নিচে

{getButton} $text={Download PDF} $icon={download} $color={#ff9f1a}

লিংকে ক্লিক করার পর ডাউনলোড শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করুন । ডাউনলোড করতে সমস্যা হলে আমাদের কমেন্ট করে জানান{alertInfo}