ঝড় তুফানের দোয়া

ঝড়, বৃষ্টি, বাতাস কিংবা তুফানের সময় যে দোয়া পড়তে হয়

ঝড়, বৃষ্টি, বাতাস যেমনি আল্লাহর রহমতের অন্তর্ভূক্ত তেমনি আল্লাহর গজবেরও অন্তর্ভূক্ত তাই ঝড় তুফানের সময় আল্লাহর কাছে এর ক্ষতিকর দিক থেকে রক্ষা পাবার জন্য দোয়া করতে হয় । আর সেই দোয়া রাসূল সাঃ নিজেই আমাদের শিক্ষা দিয়েছেন-

যেমন ঝড়-বৃষ্টির সময় রাসূলুল্লাহ (ছাঃ) পড়তেন-

 اللَّهُمَّ إِنِّى أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ

উচ্চারনঃ ‘‘আল্ল-হুম্মা ইন্নী আস্আলুকা খয়রহা- ওয়া খয়রা মা- ফীহা- ওয়া খয়রা মা- উরসিলাত বিহী ওয়া আঊযুবিকা মিন শাররিহা- ওয়া শাররি মা- ফীহা- ওয়া শাররি মা- উরসিলাত বিহী”

অর্থ : ‘হে আল্লাহ আমি তোমার নিকট এ ঝড়ের কল্যাণ কামনা করছি। যে কল্যাণ রয়েছে এর মধ্যে এবং যে কল্যাণ পাঠানো হয়েছে এর সাথে। আর তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি এ ঝড়ের অকল্যাণ হ’তে। যে অকল্যাণ এর মধ্যে রয়েছে এবং যে অকল্যাণ দ্বারা একে পাঠানো হয়েছে’  [বুখারী ৪৮২৯, মুসলিম ৮৯৯, মিশকাত হা/১৫১৩]।

 

বায়ু প্রবাহকে গালি না দেয়াঃ

উবাই ইবনে কা‘ব (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, বায়ুপ্রবাহকে গালি দিয়োনা, বরং তোমরা অপসন্দনীয় কিছু দেখলে বল

 اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ مِنْ خَيْرِ هَذِهِ الرِّيْحِ وَخَيْرِ مَا فِيْهَا وَخَيْرِ مَا أُمِرَتْ بِهِ وَنَعُوْذُ بِكَ مِنْ شَرِّ هَذِهِ الرِّيْحِ وَشَرِّ مَا فِيْهَا وَشَرِّ مَا أُمِرَتْ بِهِ

অর্থঃ হে আল্লাহ! আমরা তোমার কাছে এ বাতাসের কল্যাণ দিক কামনা করছি। এতে যে কল্যাণ নিহিত রয়েছে তা এবং যে জন্য তাকে হুকুম দেয়া হয়েছে তার ভাল দিক চাই। আমরা তোমার কাছে পানাহ চাই, এ বাতাসের খারাপ দিক হতে। যত খারাপ এতে নিহিত রয়েছে তা হতেও। এ বাতাস যে জন্য নির্দেশিত হয়েছে তার মন্দ দিক হতেও। [আত্ তিরমিযী ২২৫২, মিশকাত হা/১৫১৮]


এই পোস্টি পিডিএফ আকারে ডাউনলোড করুন এখান থেকে - direct download link নিচে

{getButton} $text={Download PDF} $icon={download} $color={#ff9f1a}

লিংকে ক্লিক করার পর ডাউনলোড শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করুন । ডাউনলোড করতে সমস্যা হলে আমাদের কমেন্ট করে জানান{alertInfo}