ফরজ গোসল আদায়ের পদ্ধতি

ফরজ গোসল আদায়ে পদ্ধতি

পবিত্রতা অর্জন করার জন্য ফরজ গোসল সঠিক এবং সুন্দর ভাবে করা খুবই গুরুত্বপূর্ন । আজ আমরা জানবো কিভাবে সঠিক ভাবে ফরজ গোসল করতে হয় । 


যেসব কারনে গোসল ফরজ হয়ঃ

১. স্বপ্নদোষ বা উত্তেজনাবশত বীর্যপাত হলে
২. নারী-পুরুষের মিলনে (সহবাসে বীর্যপাত হোক আর নাই হোক)
৩. মেয়েদের হায়েয-নিফাস শেষ হলে
৪. কেউ ইসলাম গ্রহন করলে

ফরজ গোসল এর নিয়মঃ

প্রথমত আসুন দেখে নেই এ ব্যাপারে যে সব হাদিস এসেছে -
‘আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন জানাবাতের গোসল করতেন, তখন প্রথমে তাঁর হাত দু'টো ধুয়ে নিতেন। অতঃপর সালাতের উযূর মত উযূ করতেন। অতঃপর তাঁর আঙ্গুলগুলো পানিতে ডুবিয়ে নিয়ে চুলের গোড়া খিলাল করতেন। অতঃপর তাঁর উভয় হাতের তিন আঁজলা পানি মাথায় ঢালতেন। তারপর তাঁর সারা দেহের উপর পানি ঢেলে দিতেন।
(২৬২, ২৭২; মুসলিম ৩/৯, হাঃ ৩১৬, আহমাদ ২৫৭০৪)

ইব্‌নু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, মাইমূনাহ্ (রাঃ) বলেনঃ আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর জন্য গোসলের পানি রাখলাম৷ তিনি তাঁর হাত দুবার বা তিনবার ধুয়ে নিলেন৷ পরে তাঁর বাম হাতে পানি নিয়ে তাঁর লজ্জাস্থান ধুয়ে ফেললেন৷ তারপর মাটিতে হাত ঘষলেন৷ তারপর কুলি করলেন, নাকে পানি দিলেন, তাঁর চেহারা ও দু’হাত ধুয়ে নিলেন৷ অতঃপর তাঁর সারা দেহে পানি ঢাললেন৷ তারপর একটু সরে গিয়ে দু’পা ধুয়ে নিলেন৷ (বুখারী - ২৫৭)

অথাৎ-

১। মনে মনে গোসলের নিয়ত করা 
২। ‘বিসমিল্লাহ’ বলে গোসল শুরু করা
৩। দুই হাত কবজি পর্যন্ত ধোওয়া 
৪। পানি ঢেলে বাম হাত দিয়ে লজ্জাস্থান পরিষ্কার করা 
৫। বাম হাতটি ভালভাবে ঘষে ধুয়ে নেওয়া 
৬। নামাজের ওজুর মতো ভালভাবে পূর্ণরূপে ওজু করা। (দুই হাত তিনবার ধোওয়া, কুলি করা, নাকে পানি দেওয়া, মুখ ও কনুই পর্যন্ত হাত ধোওয়া। মাথা মাসেহ করতে হবে না।) এক্ষেত্রে শুধু পা দুটো বাকি রাখলেও চলবে, যা গোসলের শেষে ধুয়ে ফেলতে হবে। 
৭। মাথায় পানি ঢেলে চুলের গোড়া ভালভাবে আঙ্গুল দিয়ে ভিজানো। মহিলাদের বেনী না খুলেও গোড়া ভালভাবে ভিজলেই হবে। 
৮। পুরো শরীরে পানি ঢালা । প্রথমে ডানে, পরে বামে।
৯। গোসলের জায়গা থেকে একটু সরে গিয়ে দুই পা ধোওয়া।

অন্যান্য-

১. পুরুষের দাড়ি ও মাথার চুল ভালোভাবে ভিজাতে হবে।
২. মহিলাদের শুধু চুল ভেজানোই যথেষ্ট।
৩. এ নিয়মে গোসলের পরে নতুন করে ওজুর দরকার নেই যদি ওজু ভেঙ্গে না যায়।

এছাড়াও দেখে নিতে পারেন


এই পোস্টি পিডিএফ আকারে ডাউনলোড করুন এখান থেকে - direct download link নিচে


লিংকে ক্লিক করার পর ডাউনলোড শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করুন । ডাউনলোড করতে সমস্যা হলে আমাদের কমেন্ট করে জানান, অথবা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করুন - Join Group {alertInfo}