মোজার উপর মাসেহ করার বিধান

রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, اَلطُّهُوْرُ شَطْرُ الإِيْمَانِ ‘পবিত্রতা ঈমানের অর্ধেক আর পবিত্রতা অর্জনের অন্যতম মাধ্যম ওযূ। সলাত আদায় করার জন্য উযু করে নেয়া ফরজ, রাসূলুল্লাহ (স) বলেছেন, “পবিত্রতা অর্জন ছাড়া নামায কবুল হয় না।” (মুসলিম ২২৪) সুতরাং সঠিক ভাবে ওযু করার গুরুত্ব অপরিসীম। এই পোস্টে আমরা মোজার উপর মাসেহ করার বিধান বিষয় আলোচনা করার চেস্টা করবো ইনশাআল্লাহ ।

মোজার উপর মাসেহ করার বিধান

মানুষ সকলেই জুতা-মোজা পরিধান করে । শীতকালে এর পরিমাণ আরো বেশি বেড়ে যায় । পাঁচ বেলা সালাত আদায়ের জন্য আমাদেরকে ওযু করতে হয়। সেক্ষেত্রে বিশেষ করে জুতা মোজা বারবার খোলা একটি কষ্টকর কাজ। তাই ওযূর অঙ্গগুলো পানি দ্বারা ধৌত করে শুধু পা ধোয়া বাকি রেখে মোজা না খুলে পা না ধুয়েই মোজার উপর ভেজা হাত বুলিয়ে দেওয়ার নাম হলো মাসেহ করা। এ কাজটির বিধান কী এটাই হলো অত্র অধ্যায়ের আলোচ্য বিষয়

মোজার উপর মাসেহ করার পদ্ধতি কী

পানি দিয়ে উভয় হাত ভিজিয়ে প্রথমে ডান হাত ডান পায়ের আঙ্গুলের মাথা থেকে শুরু করে পায়ের উপরিভাগে মোজার উপর দিয়ে পায়ের গিরার দিকে একবার টেনে আনবে । অনুরূপভাবে বাম হাত দিয়ে বাম পা একইভাবে মাসেহ করবে। তবে পায়ের পেছনের অংশ ও পায়ের তলা মাসেহ করার দরকার নেই । মোজাসহ জুতা মাসেহ একই পদ্ধতিতে । (আবু দাউদ: ১৬২, ১৬১, মুগনী- ১/৩৭৭)


পা ধোয়া ছাড়া শুধু মোজার উপর মাসেহ করলে ওযু হবে কি না?

ওযুর অন্যান্য অঙ্গ ধুয়ে পা ধোয়া ছাড়া কিছু শর্ত সাপেক্ষে শুধু মোজার উপর মাসেহ করলে ওযূ হয়ে যাবে। সাহাবী জারীর ইবনে আব্দুল্লাহ (রা) বলেন, “আমি দেখেছি, রাসূলুল্লাহ (স) পেশাব করার পর ওযু করলেন এবং নিজের মোজার উপর মাসেহ করলেন।” (মুসলিম: ২৭২)

হাসান বসরী (রা) বর্ণনা করেন যে, “আমাকে আল্লাহর নবীর (স) সত্তর জন সাহাবী বলেন যে, তিনি (স) মোজার উপর মাসেহ করেছেন।” (ফাতহুল বারী- ১/৩০৬)।

আমর ইবনু ‘আলী (রহঃ) .... মুগীরা ইবনু শু‘বা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, তিনি এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলেন। এক সময় তিনি প্রাকৃতিক প্রয়োজন সারতে গেলেন। (প্রয়োজন সেরে আসার পর) মুগীরা তাঁকে পানি ঢেলে দিচ্ছিলেন এবং তিনি উযূ (ওজু/অজু/অযু) করছিলেন। তিনি তাঁর মুখমণ্ডল এবং দু হাত ধুলেন এবং তাঁর মাথা মাসেহ করলেন ও উভয় মোজার উপর মাসেহ করলেন। [সহীহ বুখারী, ওযু অধ্যায় ১৮২]

হাম্মাম ইবনু হারিস (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি জারীর ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)-কে দেখলাম যে, তিনি পেশাব করলেন। তারপর উযূ (ওজু/অজু/অযু) করলেন আর উভয় মোজার উপরে মাসেহ করলেন। তারপর তিনি দাঁড়িয়ে সালাত (নামায/নামাজ) আদায় করলেন। তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেনঃ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কেও এরূপ করতে দেখেছি।

[সহিহ বুখারী,  মোজা পরে সালাত আদায় করা ইসলামিক ফাউন্ডেশন নাম্বারঃ ৩৮০, আন্তর্জাতিক নাম্বারঃ ৩৮৭]


কী কী শর্তে মোজার উপর মাসেহ করা জায়েয?

নিম্নবর্ণিত শর্তগুলো পূরণ সাপেক্ষে মাসেহ করা জায়েয হবে; অন্যথায় নয়।

১. ওযূ থাকা অবস্থায় মোজাটি পরিধান করা (বুখারী: ২০৬) । অর্থাৎ পা ধোয়াসহ পূর্ণাঙ্গ ওযূর পর মোজাটি পরা।

২. ছোট নাপাকি থেকে পবিত্র হওয়ার ক্ষেত্রে মাসেহ করা (নাসাঈ: ১২৭) অর্থাৎ ফরয গোসলের ক্ষেত্রে মাসেহ প্রযোজ্য নয়।

৩. নির্দিষ্ট সময়ের মধ্যে মাসেহ করা। অর্থাৎ মুকীমের জন্য একদিন একরাত এবং মুসাফিরের জন্য তিন দিন তিন রাত। (মুসলিম: ২৭৬)

৪. মোজাটিতে কোন নাপাকি না থাকা (ফাতাওয়া ইসলামিয়া- ১/২৩৫) । অর্থাৎ এতে প্রস্রাব, পায়খানা বা এ জাতীয় কিছু লেগে না থাকা।

৫. দ্রব্যটি মুবাহ হওয়া। অর্থাৎ দ্রব্যটি চুর?